উওরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ড বিপর্যয়ের হাত থেকে মুক্তি পাওয়ার আশায় ভারতীয়় অথ ও মানব সম্পদ ব্যবহারের উদ্দেশ্য লগ লিনলিথগ ১৯৪০খ্রিস্টাব্দের ৪ঠা আগস্ট যে প্রস্তাব ঘোষণা করেন তা ইতিহাসে লিনলিথগো
প্রস্তাব বা আগস্ট প্রস্তাব নামে পরিচিত।
(২) সি আর ফর্মূলা কি?
উওরঃ ভারতকে দ্বিখণ্ডিত হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য পাকিস্তানপন্থী মোহাম্মদ আলী জিন্নাহ কাছে চক্রবর্তী রাজাগোপালাচারী 1944 খ্রিস্টাব্দের মার্চ এ এক সমাধান সূত্র তুলে ধরেন তা রাজাজী সূত্র বা সি আর ফর্মূলা নামে পরিচিত।
(৩) ভারতের স্বাধীনতা আইন কবে পাস হয়?
উওরঃ 1947 খ্রিস্টাব্দে চৌঠা জুলাই ভারতের স্বাধীনতা আইন পাশ হয়।
(৪) কে কবে কার কাছে 21 দফা দাবি পেশ করে?
উওরঃ1915খ্রিস্টাব্দে জাপান চীনের উপর 21 দফা দাবি পেশ করে।
(৫) তানাকা মেমোরিয়াল কি?
উওরঃ1927খ্রিস্টাব্দে জাপানের প্রধানমন্ত্রী তানাকা পূর্ব এশিয়ার সমস্যা সমাধানের জন্য যুদ্ধনীতি গ্রহণ করা উচিত বলে জাপান সম্রাটের কাছে যে অভিমত প্রেস করে তা তানাকা মেমোরিয়াল নামে পরিচিত।
(৬) স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উওরঃ স্বাধীন ভারতের প্রথম রাষ্টপতির ডঃ রাজেন্দ্র প্রসাদ।
(৭) আজাদ হিন্দ ফৌজ কে কবে গঠন করেন?
উওরঃ ক্যাপ্টেন মোহন সিং 1942 খ্রিস্টাব্দে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন।
(৮) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উওরঃ তেজো ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী ।
(৯) রাসবিহারী বসু কে ছিলেন?
উওরঃ ইন্ডিপেন্ডেন্স লীগ এর সভাপতি ছিলেন রাসবিহারী বসু।
(১০) কে কবে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন?
উওরঃ 1946খ্রিষ্টাব্দে মোহাম্মদ আলী জিন্নাহ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন।
(১১) নৌ বিদ্রোহ কবে শুরু হয়?
উওরঃ 1946 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি প্রিন্স অব ওয়েলস নামক জাহাজে।
(১২) ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন নারীর নাম লিখ।
উওরঃ মাতঙ্গিনী হাজরা ,কনক লতা বড়ুয়া।
(১৩) হোচিমিন কে ছিলেন?
উওরঃ ভিয়েতনামের মুক্তিযুদ্ধের প্রাণপুরুষ ছিলেন।
No comments:
Post a Comment