Saturday, 8 May 2021

সমাজ সংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান।

 (সূচনা)-  ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে ভারতবর্ষে যে সমস্ত সমাজ সংস্কারক এর আবির্ভাব ঘটেছিল ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের মধ্যে অন্যতম। তিনি ভারতীয় জরাজীর্ণ সমাজ ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার কাজে নিজেকে আত্মনিয়োগ করেন। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন-“বিধাতা বিদ্যাসাগরের প্রতি বঙ্গভূমি কে মানুষ করিবার ভার দিয়েছে।"
            সমাজ সংস্কারের কাজে তিনি যেসব পদক্ষেপ গ্রহণ করেছিল সেগুলো নিম্নরূপ-
      
  (১) (বাল্যবিবাহের বিরোধিতা)-সমাজ সংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সর্বশ্রেষ্ঠ অবদান হল বাল্যবিবাহের বিরোধিতা। বাল্যবিবাহের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করার জন্য তিনি সর্বশুভকরী পত্রিকায় বাল্যবিবাহ নামক প্রবন্ধে সর্বপ্রথম বাল্যবিবাহের বিরুদ্ধে কলম ধরেন এবং এর বিরুদ্ধে জোরালো আন্দোলন শুরু করেন। যার ফলে ব্রিটিশ সরকার মেয়েদের বিবাহ বয়স বাড়িয়ে 10 বছর ধার্য করেন।
(২) (বিধবা বিবাহ প্রবর্তন)-বিদ্যাসাগরের অন্যতম শ্রেষ্ঠ কৃতিত্ব হল বিধবা বিবাহ প্রবর্তন। বিধবা বিবাহের পক্ষে সারা দেশজুড়ে আন্দোলন গড়ে তোলে ,যার ফলে ব্রিটিশ সরকার লর্ড ডালহৌসি 1856 খ্রিস্টাব্দে 26 শে জুলাই বিধবা বিবাহ আইন পাস করেন। এছাড়াও তিনি নিজে উদ্যোগে 82 টাকা ব্যয় করে 60 জন বিধবা রমণীর বিবাহ দেন এবং তিনি নিজেও পুত্র নারায়ন চন্দ্রের সঙ্গে এক বিধবা রমণীর ভবসুন্দরীর সঙ্গে বিবাহ দেন।
(৩)(কৌলিন্য প্রথার বিরোধিতা)-তৎকালীন সমাজের কৌলিন্য প্রথার ব্যাপক প্রচলন ছিল। অনেক পিতা-মাতা তাদের কুল রক্ষার উদ্দেশ্যে নাবালিক মেয়েকে খুব অল্প বয়সে বৃদ্ধের সাথে বিবাহ দিতেন। যার ফলে অনেক মেয়ের জীবনে সীমাহীন দুর্দশা নেমে আসতো। বিদ্যাসাগর তাই এই প্রথার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন।
(৪) (বহু বিবাহের বিরোধিতা)-এছাড়াও সমাজ সংস্কারক বিদ্যাসাগর বহু বিবাহের বিরোধিতা করেছিলেন। তৎকালীন সমাজ ব্যবস্থায় বিশেষত হিন্দু সমাজে বহুবিবাহ প্রথার প্রচলন ছিল। এ প্রথার বিরুদ্ধে তিনি তীব্র আন্দোলন গড়ে তোলেন এবং 50 হাজার মানুষের স্বাক্ষর যোগাড় করে ব্রিটিশ সরকারের কাছে প্রতিবাদ পত্র জমা দেয়। এর পাশাপাশি 1971 খ্রিস্টাব্দে তিনি এর সম্বন্ধে দুটি পুস্তকের রচনা করেন।
        
[উপসংহার]=পরিশেষে বলা যায় যে সমাজ সংস্কারক হিসেবে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভারতীয় সমাজ ব্যবস্থা যখন কুপ্রথায় পরিপূর্ণ সেই সময় ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার সমাজ সংস্কারের মাধ্যমে ভারতীয় সমাজ ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলেন।

No comments:

Post a Comment

নালন্দা বিশ্ববিদ্যালয় এর ইতিহাস।The history of the Nalanda University.

সূচনা-   প্রাচীন ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানের এক                 অবিস্মরণীয় নাম হল নালন্দা বিশ্ববিদ্যালয়। প্রাচীন ভারত তথা এশিয়ার অন্যতম প...