উত্তর- ডেভিড হেয়ার ,রাধাকান্ত দেব প্রমুখের সহযোগিতায় 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়।
প্রশ্ন- মিত্র মেলা কে কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর- 1899 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের বিপ্লবী নেতা বিনায়ক দামোদর সাভারকর মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেন। তিনি বিপ্লবীদের শারীরিক প্রশিক্ষণ দেয়ার লক্ষ্যে এই সমিতি গঠন করেন।
প্রশ্ন- কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর- 1835খ্রিস্টাব্দের 28 শে জানুয়ারি কলকাতায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়।
প্রশ্ন- আত্মীয় সভা কে কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর- রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন-গুলামগিরি নামক গ্রন্থের রচয়িতা কে?
উত্তর- মহারাষ্ট্রের সমাজ সংস্কারক জ্যোতিবা ফুলে গুলামগিরি নামক গ্রন্থ রচনা করেন।
প্রশ্ন-কোন সালে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয়?
উত্তর-ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় 1856 খ্রিস্টাব্দে 26 শে জুলাই হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয়।
প্রশ্ন-কে কবে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন?
উত্তর-স্যার সৈয়দ আহমদ খান 1875 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন-ডিরোজিও সম্পাদিত দুটি পত্রিকার নাম কি?
উত্তর-পার্থেনন , হিন্দু পাওনিয়ার ইত্যাদি।
প্রশ্ন-হিন্দু কলেজের বর্তমান নাম কি?
উত্তর-হিন্দু কলেজের বর্তমান নাম হল প্রেসিডেন্সি কলেজ , যাত্রা 1855 খ্রিস্টাব্দে নামকরণ করা হয়।
প্রশ্ন-ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর-1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন যা পরবর্তীকালে 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্মসমাজ নাম ধারণ করে।
প্রশ্ন-আদি ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর-দেবেন্দ্রনাথ ঠাকুর 1866 খ্রিস্টাব্দের আদি ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করে।
প্রশ্ন-ভারত সভার প্রতিষ্ঠাতা কে?
উত্তর-1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন-কে কবে পটলডাঙা একাডেমী প্রতিষ্ঠা করে? উত্তর-ডেভিড হেয়ার
1818 খ্রিস্টাব্দে পটলডাঙা একাডেমী প্রতিষ্ঠা করেন যা বর্তমানে হেয়ার স্কুল পরিচিত।
প্রশ্ন-পার্থেনন কি?
উত্তর-ডিরোজিও সম্পাদিত একটি পত্রিকা হল পার্থেনন। একটি 1830 সালে প্রকাশিত হয়। এ পত্রিকায় নারী শিক্ষা ও নারী স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলার চেষ্টা করা হয়।
প্রশ্ন-সেন্ট জেভিয়ার্স কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর- 1835 খ্রিস্টাব্দে যেসুইট মিশনারীরা সেন্ট জেভিয়ার্স কলেজ প্রতিষ্ঠা করেন।
।
No comments:
Post a Comment