Friday, 7 May 2021

চীনের ওপর আরোপিত অসম চুক্তি গুলি সংক্ষেপে আলোচনা করো?

   সূচনা-  পশ্চিমী দেশগুলির যেমন আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ,জাপান ,জার্মানি  ইত্যাদি দেশগুলি 1839 থেকে 1950 খ্রিস্টাব্দের মধ্যে চীনের কিং বা চিং রাজার শাসনকালে চীনকে বিভিন্ন যুদ্ধে পরাজিত করে যে শোষণমূলক  চুক্তি চীনের ওপর চাপিয়ে দিয়েছিল তা ইতিহাসে অসম চুক্তি নামে পরিচিত। চীনের ওপর আরোপিত এই অসম চুক্তি গুলি হল নিম্নরূপ- 
        
  (১) [নানকিং এর চুক্তি]=প্রথম অহিফেন যুদ্ধে চীন পরাজিত হয় 1842 খ্রিস্টাব্দের 29 আগস্ট বৃটেনের নানকিং এর চুক্তি স্বাক্ষরিত করতে বাধ্য হয়। এই চুক্তির শর্ত অনুসারে (১) হংকং বন্দর চিরকালের জন্য ইংরেজদের ছেড়ে দিতে হয়। (২) ক্যান্টন,সাংহাই,ফুচাও,নিংগপ ইউরোপীয় বণিকদের বাণিজ্য ও বসবাসের জন্য খুলে দিতে হয়।(৩) চীনে ব্রিটিশ আমদানি রপ্তানি পণ্য র ওপর ৫ভাগ শুল্ক ধায করা হয়।
 
  ( ২)[বগ এর চুক্তি]=নানকিং এর চুক্তি র কিছু কাল পরে পুনরায় ইংল্যান্ড চীনের ওপর 1843 সালে একটি অসম চুক্তি চাপিয়ে দেন মা বগ এর চুক্তি নামে পরিচিত।এই চুক্তি অনুযায়ী (১) ইংল্যান্ড চীনে অতিরাষ্টিক অধিকার লাভ করে।(2)চীন কোনো বিদেশি রাষ্ট্রকে ভবিষ্যতে যেসব সুযোগ-সুবিধা দিবে তা ইংল্যান্ড কেও দিতে হবে।

(৩)[ওয়াসিংয়ার চুক্তি]=ইংল্যান্ড এর মতো মার্কিন যুক্তরাষ্ট্র 1844খীঃ জুলাই মাসে দুর্বল চীনের ওপর ওয়াসিংয়ার অসম চুক্তি চাপিয়ে দেয় এবং চীনে অতিরাষ্টিক অধিকার লাভ করে।

 (৪)[হোয়ামপোয়ার চুক্তি]=ফ্রান্স চীনের ওপর1844খীঃ24অক্টোবর হোয়ামপোয়ার অসম চুক্তি চাপিয়ে দেয়।এই চুক্তির দ্বারা(১)ফরাসি বনিকদের জন্য চীনে নতুন পা৺চটি বন্দর খুলে দেয়।(২)ফ্রান্স চীনে অতিরাষ্টিক অতিরাষ্টিক অধিকার লাভ করে।

(৫)[আইগুনের চুক্তি]=অন্যান্য রাষ্ট্রের মতো 1856সালে28মে চীনের ওপর আইগুনের চুক্তি চাপিয়ে দেয় এবং চীনের উওরাংশের বেশ কিছু এলাকায় রাশিয়ার আধিপত্য প্রতিষ্ঠিত হয়।

(৬)[টিয়েনসিনের চুক্তি]=দ্বিতীয় অহিফেন যুদ্ধে চীন পরাজিত হয়ে 1854 সালে ফ্রান্স ও ইংল্যান্ড এর সঙ্গে টিয়েনসিনের চুক্তি স্বাক্ষর করেতে বাধ্য হয়। এই চুক্তি অনুযায়ী (১) বিদেশে বণিকদের জন্য চীনের ১১টি বন্দর খুলে দেওয়া হয়।(২) বিদেশে বণিকদের বাণিজ্য শুল্ক কমানো  হয়।(৩) আফিম ব্যবসা আইনসম্মত বলে স্বীকৃতি হয়।

(৭)[শিমোনোসকির সন্ধি]=প্রতিবেশী করিয়াকে কেন্দ্র করে চীন ও জাপানের মধ্যে যুদ্ধ সংঘটিত হলে, জাপানের হাতে চীনের পরাজয় ঘটে এবং জাপানের সঙ্গে শিমনোসেকির অপমানজনক  সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়। এই সন্ধির শত অনুযায়ী (১)চীন কোরিয়াকে স্বাধীনতা দেয়।(২) চিন তার বেশ কয়েকটি বন্দর জিপানের জন্য খুলে দেয়।(৩)চীন জাপানকে ২০০মিলিয়ন কিউপিন টেল ক্ষতিপূরণ দেয়।

(৮) [বক্সার প্রটোকল]=চিং বংশের শাসনকালে চীনে বিদেশি শক্তিগুলির শোষন, নির্যাতন ও আধিপত্যর বিরুদ্ধে চীনে বক্সার বিদ্রোহ শুরু হয় কিন্তু শেষ পর্যন্ত বিদেশি সম্মিলিত বাহিনী বিদ্রোহ দমনে করে 1901খীঃচীনের ওপর বক্সার প্রটোকল নামে এক চুক্তি চাপিয়ে দেয় এই চুক্তি অনুযায়ী চীনের 25 দূর্গ ভেঙ্গে দেওয়া হয়।

No comments:

Post a Comment

নালন্দা বিশ্ববিদ্যালয় এর ইতিহাস।The history of the Nalanda University.

সূচনা-   প্রাচীন ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানের এক                 অবিস্মরণীয় নাম হল নালন্দা বিশ্ববিদ্যালয়। প্রাচীন ভারত তথা এশিয়ার অন্যতম প...