Sunday, 9 May 2021
short question answer(কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।
Saturday, 8 May 2021
সমাজ সংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান।
জোট নিরপেক্ষ আন্দোলনের কারণ গুলি সংক্ষেপে আলোচনা করো? এর প্রধান নীতি গুলি কি ছিল।
Friday, 7 May 2021
চীনের ওপর আরোপিত অসম চুক্তি গুলি সংক্ষেপে আলোচনা করো?
Saturday, 1 May 2021
Short Questions Answers
এশিয়াটিক সোসাইটি সম্পর্কে টীকা আলোচনা করো
প্রাচ্য তত্ত্ববিদ্যা চর্চার ইতিহাসে এশিয়াটিক সোসাইটি চিরস্মরণীয় স্থান অধিকার করে রয়েছে। এশিয়াটিক সোসাইটি 1784 খ্রিস্টাব্দে 15 জানুয়ারি কলকাতায় স্থাপিত হয়। এঁকেছিল কলকাতার প্রথম পাঠাগার। এর প্রথম সভাপতি ছিলেন সুপ্রিম কোর্টের দ্বিতীয় প্রধান বিচারপতি হিসাবে 1783 খ্রিস্টাব্দে কলকাতায় আসা স্যার উইলিয়াম জোন্স। তিনি চেয়েছিলেন ভারতবর্ষের জ্ঞানদীপ্ত দর্শন ও চিন্তাধারা ছড়িয়ে দিতে। জন্স প্রথম থেকে ভারতের পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির প্রতি আগ্রহী ছিলেন। তাই তিনি এশিয়াটিক সোসাইটি কে ঘিরে প্রাচ্যবিদ্যা চাচা একবিশিষ্ট কেন্দ্র গড়ে তোলেন।
প্রসঙ্গত বলা যায় যে ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে গভর্নর হিসেবে কলকাতায় আসেন এবং তিনিও যথেষ্ট প্রাচ্য প্রেমি ছিলেন। তার একান্ত প্রচেষ্টায় জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। প্রচেষ্টা সাতদিন পর অর্থাৎ 22 শে জানুয়ারি এশিয়ার জ্ঞানচর্চার কেন্দ্র হিসাবে এশিয়াটিক সোসাইটি তরফ থেকে কলকাতা কাউন্সিল এর সদস্যদের দায়িত্ব অর্পণ করা হয়। 29 শে জানুয়ারি টমাস লং একটি প্রবন্ধ এশিয়াটিক সোসাইটিতে পাঠ করেন যার নাম -a short account and drawing of two piuans situated to the north of Patna. এই প্রবন্ধটি রচয়িতা ছিলেন উইলিয়াম চেমাস। যার মূল বিষয় ছিল মহাবলীপুরমের ভাস্কর্য শিল্পের নিদর্শন। এই প্রবন্ধটি ছিল প্রাচীন ইতিহাসের উপর প্রথম প্রবন্ধ। কারণ জন্স ছিলেন ভারতবর্ষের প্রাচীন ইতিহাসের উপর আকাঙ্ক্ষিত এক মানুষ। এককথায় প্রাচীন ভারতের ইতিহাস গবেষণা কেন্দ্র হিসাবে এশিয়াটিক সোসাইটি তার জনপ্রিয়তা অর্জন করে। আঠারোশ উনত্রিশ খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটিতে ভারতীয়রা প্রবেশের প্রথম সুযোগ পায়।
1784 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি এশিয়াটিক সোসাইটির প্রথম অধিবেশন বসে। এই অধিবেশনে সভাপতি জন্স পাঠ করেন দেবনাগরী অক্ষর এর প্রায় সমান রোমান অক্ষর দিয়ে কিভাবে অনুবাদ করা যায় তার পদ্ধতি। এই সোসাইটির জ্ঞানচর কে তিন ভাগে ভাগ করা হয় যথা-ইতিহাস , বিজ্ঞান ও সংস্কৃতি। প্রতিষ্ঠাকালে এই সোসাইটির নিজস্ব কোন জানাল ছিল না। প্রতিষ্ঠার পাঁচ বছর পরে সোসাইটির নিজস্ব পত্রিকা Asiatic Researches প্রকাশিত হয়। এই পত্রিকাটির সুনাম ভারতের সীমানা অতিক্রম করে সূদুর ইউরোপে যথেষ্ট সমাদৃত হয়েছে।
1785 খ্রিস্টাব্দের মার্চ মাসে সোসাইটির দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে উইলিয়াম জোন্স তার প্রবন্ধ On the gads Greece ,Italy and India তিনি দেখান ইউরোপের বিভিন্ন দেবদেবীর সাথে ভারতীয় পৌরাণিক দেব-দেবীদের কতটা মিল রয়েছে। এর ফলে এই প্রবন্ধটি ইউরোপীয় পণ্ডিতদের মধ্যে এক বিরাট আলোড়ন সৃষ্টি করে। বর্তমানে এশিয়াটিক সোসাইটির এই পত্রিকাটি ছাত্র-ছাত্রী ও গবেষকদের কাছে সমানভাবে জনপ্রিয়তা অর্জন করে চলেছে।
পরিশেষে বলা যায় স্যার উইলিয়াম জোন্স প্রতিষ্ঠিত এশিয়াটিক সোসাইটি প্রাচ্যবিদ্যা চর্চার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করে। এশিয়ার মানুষের ইতিহাস, বিজ্ঞান ও শিল্প সম্পর্কে জ্ঞান আরোহন করা এর মূল লক্ষ্য ছিল।
নালন্দা বিশ্ববিদ্যালয় এর ইতিহাস।The history of the Nalanda University.
সূচনা- প্রাচীন ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানের এক অবিস্মরণীয় নাম হল নালন্দা বিশ্ববিদ্যালয়। প্রাচীন ভারত তথা এশিয়ার অন্যতম প...

-
প্রাচ্য তত্ত্ববিদ্যা চর্চার ইতিহাসে এশিয়াটিক সোসাইটি চিরস্মরণীয় স্থান অধিকার করে রয়েছে। এশিয়াটিক সোসাইটি 1784 খ্রি...
-
সূচনা- প্রাচীন ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানের এক অবিস্মরণীয় নাম হল নালন্দা বিশ্ববিদ্যালয়। প্রাচীন ভারত তথা এশিয়ার অন্যতম প...
-
চিনা সম্রাট প্রাচীনকালে সামন্তপ্রভুদের জমি দান করেন এবং তার বিনিময় সামন্তপ্রভুদের এলাকায় উৎপন্ন পণ্যসামগ্রী নজরানা হিসাবে গ্রহ...